ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

news of bangla

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর পর আজ শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের বৈঠক হয়। পরে তারা রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। সফরে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।