নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী ইব্রাহিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ মার্চ) তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের দাবি, স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে ৫ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করেন। এলাকাবাসীর বিক্ষোভের মুখে অভিযুক্ত পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।