রমজান মাসে ওমরাহ পালনের জন্য প্রস্তুত হাজারো বাংলাদেশি যাত্রী ভিসা সংকটে পড়েছেন। গত দুই দিনে প্রায় ২,০০০ আসন বাতিল হয়েছে, ফলে কিছু ফ্লাইটও বাতিলের আশঙ্কা রয়েছে। সৌদি আরবের নুসুক সিস্টেমে ৪ মার্চ থেকে ওমরাহ ভিসা বন্ধ থাকায় এ সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা করছে। প্রতারকদের ফাঁদে না পড়তে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন সতর্ক করেছে।