আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ (১৪ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪-৩০ মার্চের টিকিট ১৪-২০ মার্চ পর্যন্ত প্রতিদিন পর্যায়ক্রমে বিক্রি হবে। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও দেওয়া হতে পারে।