এনসিপির আত্মপ্রকাশে বাস রিকুইজিশন নিয়ে সরকারের ব্যাখ্যা

news of bangla

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশে পিরোজপুর জেলা প্রশাসনের মাধ্যমে পাঁচটি বাস রিকুইজিশন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে সরকারের ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের অনুরোধে বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে জ্বালানি ও যাতায়াতের কোনো খরচ সরকার বহন করেনি। সরকারের পক্ষ থেকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।