জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে তরুণরা

news of bangla

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (NCP) আত্মপ্রকাশ ঘটেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দলের আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। শীর্ষ ১০ পদকে 'সুপার টেন' হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে তরুণদের বৈষম্যবিরোধী আন্দোলন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরা হয়।