আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

news of bangla

ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিচতলায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে। সোমবার সকাল ৯টায় আগুন ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৬ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।