ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম বলেছেন, ব্রিটিশরা মুসলিমদের থেকে ভারতবর্ষ ছিনিয়ে নিয়েছে, তাই তাদের সেটি ফেরত দিতে হবে। তিনি ভারতকে সতর্ক করে বলেন, বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে "দিল্লি ধরে টান দেওয়া হবে।" মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মুফতি ইব্রাহীম আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন এবং ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে।