হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।