নিউইয়র্কের নিজ বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হলিউড অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গের (৩৯) মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কোনো অপরাধমূলক আলামত পাওয়া যায়নি। মিচেল ‘গসিপ গার্ল’ ও ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ সিরিজে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। তাঁর মৃত্যুর কারণ এখনো অজানা বলে জানিয়েছে পুলিশ।