ধামরাইয়ের রহমত উল্লাহ ১৬ মাস আগে নিখোঁজ হন র্যাবের অভিযানে। এরপর তাকে ভারতীয় জেলে রাখা হয় অবৈধ অনুপ্রবেশের দায়ে। ৭ মাস কারাভোগের পর গত শুক্রবার বাংলাদেশে ফেরত আসেন। পরিবারের কাছে ফিরলেও রহমত চুপচাপ রয়েছেন। পুলিশ তদন্তে তার কোনো অপরাধের প্রমাণ পায়নি। মায়ের অশ্রুভরা চোখে রয়েছে ফিরে পাওয়ার সুখ।