গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে হামাস ও ইসরায়েলের আন্তরিকতার অভাবের কারণে কাতার আর মধ্যস্থতায় থাকবে না বলে জানিয়েছে। কাতারের এক কর্মকর্তা বলেছেন, দুই পক্ষ যুদ্ধ বন্ধে আগ্রহ দেখালেই কাতার মধ্যস্থতা করবে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মাধ্যমে পূর্বে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় দোহায় হামাসের কার্যালয় নিয়ে পুনর্বিবেচনা শুরু হয়েছে। হামাস এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।