ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন। ২০১৯ সালে নারায়ণগঞ্জ থেকে গুম হওয়ার পর দীর্ঘ পাঁচ বছর অবরুদ্ধ থাকার পর ২০২4 সালের আগস্টে মুক্তি পান তিনি। অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযোগের সময় মাইকেল চাকমার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও রেহনুমা আহমেদ উপস্থিত ছিলেন।