প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ের খবর নিশ্চিত করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গেই তিনি গাঁটছড়া বাঁধছেন। ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ ও ২৪ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান হবে। এতদিন সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন মেহজাবীন। তাঁদের ঘনিষ্ঠজনরা জানায়, এই তারকা যুগল দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এবং অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে।