ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। বিধানসভার অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। মমতা বলেন, ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে তার নিন্দা করা হবে। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তাদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।