মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটি বুধবার সকালে দুবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। ঘটনার তদন্তে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চলছে।