সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ব্যর্থ। কারাগারে নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের রাজপথে নামতে হবে। সংবর্ধনা শেষে তিনি ঢাকায় রওনা হন।