যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলে দাবানলে পুড়ে গেছে প্রায় ৩১ হাজার একর এলাকা, বিধ্বস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। স্যান্টা মনিকা, মালিবু ও ইটনসহ বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল মোকাবিলায় কানাডা সহায়তার প্রস্তাব দিয়েছে।