দেশজুড়ে সহিংস অপরাধ ও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা চললেও পরিস্থিতি উদ্বেগজনক। বিগত ২৪ ঘণ্টায় নরসিংদী ও মুন্সিগঞ্জে গুলি করে হত্যা ও হামলার ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সত্ত্বেও অপরাধীরা সক্রিয়। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগ অপরাধ দমনে জরুরি।