রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ভারত ও চীনকে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করতে চাপ দিচ্ছে। এতে ওই দেশগুলো নতুন উৎস খুঁজতে গিয়ে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে। ট্রাম্প প্রশাসন ভারতের তেল আমদানিকে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বলে সমালোচনা করছে। লাভরভ জানান, নিষেধাজ্ঞা কূটনীতির বিকল্প নয়, বরং এটি নৈতিক ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।