ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে এবং আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে সাফল্যের জন্য জনগণকে সম্পৃক্ত করে বিএনপিকে সুসংগঠিত করতে বলেছেন।