চার মাস পর ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, তার সঙ্গে ফিরছেন দুই বউমা—জুবাইদা ও শামিলা রহমান। ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। ফিরে তিনি গুলশানের ‘ফিরোজা’ বাসায় অবস্থান করবেন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে।