বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে নাইকো দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি, তবে তার পক্ষে আইনজীবী হাজির ছিলেন। মামলায় মোট ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। খালাসপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও সাবেক এমপি এম এ এইচ সেলিম।