বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া শেখ হাসিনার শাসনামলের নির্যাতন নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ না করে সব আল্লাহর কাছে সোপর্দ করেছেন। আসিফ নজরুল তাঁর দ্রুত সুস্থতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কামনা করেছেন।