বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার সঙ্গে মেডিক্যাল বোর্ডের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকসহ কয়েকজন সফর করবেন। শারীরিক অবস্থার অবনতি না হলে নির্ধারিত ফ্লাইটে তার যাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।