রিমান্ডে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

news of bangladesh

রিমান্ডে অসুস্থ হয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। আগস্টে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।