জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের জন্য 'এ', 'বি', এবং 'সি' ক্যাটাগরির বিভাজন ভেঙে 'এ' ও 'বি' শ্রেণি করার দাবি উঠেছে। আন্দোলনে আহত শিক্ষার্থীরা এককালীন অর্থের পরিমাণ বাড়ানোর পাশাপাশি, সকল শ্রেণির জন্য ভাতা প্রদান এবং পুনর্বাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেয়া ছাত্র-জনতারা সরকারকে স্মারকলিপি পাঠিয়েছেন।