উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে জুলাই আন্দোলনে আহতরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে তেজগাঁওয়ে এসে সড়কে বসে পড়েন। ডিএমপি জানায়, তারা রাস্তা অবরোধ করেনি, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।