যমুনা নদীর ওপর নতুন রেলসেতু চালুর ফলে ট্রেনের যাতায়াত সময় ২০-২৫ মিনিট থেকে কমে মাত্র ২-৩ মিনিটে নেমে এসেছে। তবে দ্রুত যাতায়াতের জন্য ১৯ মার্চ থেকে ট্রেনের আসনভেদে ভাড়া ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত বাড়ানো হবে। নতুন সেতুটি ৪.৮ কিলোমিটার দীর্ঘ এবং এটি দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। জাপানের অর্থায়নে নির্মিত সেতুটি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের সুযোগ তৈরি করবে।