বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। সংগঠনের দাবি, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন কারাগারে বন্দি, যা চরম অন্যায়। জামায়াতের পক্ষ থেকে তার মুক্তির দাবি জানানো হয়েছে।