গাজায় নির্বিচার হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক আইনি জটিলতার আশঙ্কায় আছে। ব্রাজিলে এক রিজার্ভ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী গণমাধ্যমে সেনাদের প্রচারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সেনাসদস্যদের নাম ও চেহারা গোপন রাখতে হবে। গাজায় দায়িত্ব পালনকারী সেনারা বিদেশ ভ্রমণে আইনগত জটিলতায় পড়ার ঝুঁকি থেকে রক্ষা পেতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।