গাজা সিটি দখলের পরিকল্পনার বিরোধিতা করে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন, এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়াবে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, সামরিক অভিযান জিম্মিদের মুক্ত করতে সহায়ক হবে। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।