ইসরায়েলে গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভকারীরা

গাজা সিটি দখলের পরিকল্পনার বিরোধিতা করে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন, এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়াবে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, সামরিক অভিযান জিম্মিদের মুক্ত করতে সহায়ক হবে। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।