দাবানলের রেশ না কাটতেই ইসরাইলের দক্ষিণাঞ্চল বন্যার কবলে পড়েছে। ৪ মে থেকে ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে ইলাতসহ বিভিন্ন অঞ্চলের প্রধান রুট বন্ধ করে দিয়েছে পুলিশ। বন্যার কারণে ‘রুট ৪০’, ‘রুট ৯০’ এবং ‘রুট ২০৪’ বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জনসাধারণকে বন্যাকবলিত এলাকা থেকে দূরে থাকতে সতর্ক করেছে এবং প্লাবিত স্থানগুলোতে যাতায়াত নিষিদ্ধ করেছে।