পছন্দের প্রতিষ্ঠানকে ঋণ প্রদান এবং নিজের জামাতাকে ইসলামী ব্যাংক সিকিউরিটিজের এমডি পদে নিয়োগের অভিযোগে মো. আব্দুল জলিলকে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি টাকা ঋণ অনুমোদন করেন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মুহাম্মদ খুরশীদ ওয়াহাব। অভিযোগ অস্বীকার করলেও তাঁর অনিয়ম নিয়ে তদন্ত চলছে।