মণিপুরে ছয়টি মরদেহ উদ্ধারের পর সহিংস বিক্ষোভে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে। নিহতদের মেইতেই সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা স্থানীয় রাজনীতিকদের বাড়িতে হামলা চালায়। জাতিগত উত্তেজনায় রাজ্যে ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে আছেন। মানবাধিকারকর্মীরা বলছেন, রাজনৈতিক নেতারা এ বিভাজনকে উসকে দিচ্ছেন।