ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত করেছে ভারত। পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে নির্মাণের প্রচেষ্টা বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দেওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসএফ জানিয়েছে, উত্তেজনা এড়ানোর জন্য এই নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে সীমান্তে বেড়া নির্মাণের কাজ ভবিষ্যতে আবার শুরু করা হবে বলে জানিয়েছে বিএসএফের এক কর্মকর্তা।