ভারতে ১০০ কোটির বেশি মানুষ প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত কোনও অর্থ সঞ্চয় করতে পারে না বলে জানিয়েছে ব্লুম ভেঞ্চার্সের নতুন প্রতিবেদন। মাত্র ১৩-১৪ কোটি মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খরচ করার সামর্থ্য রাখে। মহামারির পর ধনীরা আরও ধনী হলেও মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা আর্থিক সংকটে পড়েছেন। ভারতের মধ্যবিত্তের সঞ্চয় গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আয় বৈষম্য বৃদ্ধির ফলে দেশের বাজারে বিলাসবহুল পণ্যের চাহিদা বাড়ছে, আর সাশ্রয়ী পণ্যের চাহিদা কমছে।