আইএমএফের নির্দেশে ৬৫ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রেস্তোরাঁ, পোশাক, মিষ্টি, সাবান, ফলমূলসহ বিভিন্ন পণ্যে ভ্যাট হার ১৫% করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীরা বলছেন, এটি ভোক্তা ও শিল্পের জন্য চাপ বাড়াবে। অর্থনীতিবিদরা পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর সুপারিশ করেছেন। এ সিদ্ধান্তে ক্রয়ক্ষমতা ও ব্যবসায়িক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।