বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ‘প্রক্সি ওয়ারে’ জড়াবে না

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রোহিঙ্গা সেমিনারে বক্তব্য দিচ্ছেন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ‘প্রক্সি ওয়ারে’ জড়াবে না এবং ‘মানবিক করিডর’ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সত্য নয়। আজ ঢাকার বিইউপিতে রোহিঙ্গা প্রত্যাবাসনবিষয়ক সেমিনারে তিনি বলেন, রাখাইনে মানবিক করিডর নয়, বরং সহায়তা পৌঁছানোর চ্যানেল নিয়ে আলোচনা হয়েছে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।