ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

news of bangla

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের মধ্যাঞ্চলে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ক্ষেপণাস্ত্রটির নাম 'ফিলিস্তিন ২'। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা। তবে ইসরায়েল দাবি করেছে, সীমান্তে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হামলার সতর্কতায় তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।