ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়েছে। কর্নাটকের বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কর্নাটক স্বাস্থ্যদপ্তর বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু বা নিউমোনিয়ার মতো এবং এটি শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। ভাইরাসটির দ্রুত ছড়ানোর আশঙ্কায় কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন।