হাতিরঝিল ও পূর্বাচলে অপরাধী সক্রিয়

হাতিরঝিলে সন্ধ্যা-বিকেলের পর ছিনতাই ঠেকাতে পুলিশের টহল

ব্যস্ত রাজধানীর হাতিরঝিলে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফ্লাইওভারের নিচ, পানির ধারের নির্জন রাস্তা ও অন্ধকার জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। অনলাইন ডেলিভারি কর্মী সায়েমের মতো কয়েকজনই নগদ টাকা ও মূল্যবান জিনিস ছিনতাইয়ের শিকার হয়েছেন। পূর্বাচলের ৩০০ ফিট সড়কেও একই সমস্যা। পুলিশ জানায়, জানুয়ারি–আগস্ট পর্যন্ত অভিযোগ সীমিত, তবে অনেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন না।