বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় দলে খেলার লক্ষ্যে সোমবার (১৭ মার্চ) সকালে সিলেটে পৌঁছান। তার আগমনে বিমানবন্দরে সমর্থকদের ভিড় দেখা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন।