৬০০ ফিলিস্তিনি মুক্ত, চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর

news of bangla

ইসরায়েলি কারাগার থেকে ৬০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কয়েক ঘণ্টা পরই চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহগুলো ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাসের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগ এনে ইসরায়েল মুক্তি স্থগিত করেছিল। মধ্যস্থতাকারী দেশগুলোর সহযোগিতায় দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে।