গাজায় ইসরাইলি হামলায় মৃত্যু ৬৫ হাজার ছাড়াল

গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপ ও নিহত ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার। ধ্বংসস্তূপে আরও অনেক মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।