ইসরাইলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১০ হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ইসরাইলের নৃশংস অভিযান অব্যাহত রয়েছে, যা ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে।