গাজায় ইসরাইলের হামলায় ১৫১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনি নিহত

গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (১৮ মে) দিনভর অভিযানে নিহত হয়েছেন ১৫১ জন ফিলিস্তিনি। আলজাজিরা জানায়, নিহতদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলের। ৭ অক্টোবর থেকে চলমান হামলায় প্রাণ হারিয়েছে ৫৩ হাজারের বেশি মানুষ। ইসরাইল দাবি করছে, তারা হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাচ্ছে। জাতিসংঘের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু জানিয়েছেন, লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত হামলা চলবে।