ফারাক্কার পানি বণ্টন ইস্যুতে আলোচনা

news of bangla

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ফারাক্কার পানি বণ্টন ইস্যুতে পাঁচ দিনের সফরে সোমবার (৩ মার্চ) কলকাতায় যাচ্ছে। প্রতিনিধি দলটি ফরাক্কা বাঁধ ঘুরে দেখার পাশাপাশি ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বৈঠক করবে। সফরের নেতৃত্বে থাকবেন যুগ্ম নদী কমিশনের সদস্য ডা. মোহাম্মদ আব্দুল হোসেন। ১৯৯৬ সালের ফারাক্কার পানি চুক্তি আগামী বছর শেষ হবে, ফলে নবায়ন সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বাড়তি পানি দেওয়ার মতো পর্যাপ্ত পানি নেই।