ইলন মাস্কের লিভারপুল কেনার গুঞ্জন ভিত্তিহীন: ফেনওয়ে

news of bangla

ইলন মাস্কের লিভারপুল এফসি কেনার গুঞ্জন অস্বীকার করেছে ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। ফেনওয়ের মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। লিভারপুল ক্লাবের আনুমানিক মূল্য ৪৪৩ কোটি পাউন্ড, যা মাস্কের মোট সম্পদের মাত্র ১ শতাংশ। তবে ইলন মাস্কের বাবা জানিয়েছেন, লিভারপুল শহরের সঙ্গে মাস্ক পরিবারের পারিবারিক যোগসূত্র রয়েছে। ফেনওয়ে ক্লাবের শেয়ার বিক্রি করলেও লিভারপুলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে।