ঢাকার উড়ালসড়কে স্বর্ণ ডাকাতিতে পুলিশের ৪ সদস্য জড়িত

ঢাকার উড়ালসড়কে স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশ জড়িত

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৭০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশের ৪ সদস্য জড়িত বলে জানিয়েছে ডিবি। কুমিল্লা ডিবির এসআই রিপনসহ তিন পুলিশ সদস্য ও এক মাইক্রোবাস চালক গ্রেফতার হয়েছেন। তারা ব্যবসায়ী সাইফুলকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে স্বর্ণ লুট করে। তদন্তে সিসি ক্যামেরা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনা উদঘাটন হয়েছে। এখন সবাই কারাগারে রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।